কাপ্তাই ১০ আর ই সেনা ব্যাটালিয়নের মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই, (রাঙামাটি): রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের আয়োজনে অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় বুধবার(১৯ ফেব্রুয়ারী) দুপুরে।

সেনা প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকায় মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি।

তিনি বলেন, ইউনিটের পক্ষ হতে ভবিষ্যতেও এধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।