শফিউল আলম, রাউজানঃ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত নোয়াজিষপুর মুঈনীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা ও উম্মুল আশেকীন সৈয়দা সাজেদা খাতুন (র.) হিফযখানা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারী রবিবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
নোয়াজিষপুর মুঈনীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মঞ্জরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক সুমন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসাইন, মুক্তিযোদ্ধা রফিক উদ্দীন, নুরনবী চৌধুরী, সমাজসেবক সেলিম উদ্দীন, চিকদাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, সুপার কাজী শিহাবুল আলম, মোহাম্মাদ দিদারুল আলম, মোহাম্মদ ফয়সাল, কাজী ফরিদ উদ্দীন, মাওলানা তরিকুল ইসলাম, শিক্ষক মাওলানা মোস্তফা জামান, মাওলানা হোসাইন, মাওলানা আব্দুদ হালিম, মাওলানা রশিদ, মাওলানা আকবর, মাওলানা আবুল বশর, মাওলানা আমান, হাফেজ রাশেদ, সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, শামীম আকতার, জান্নাতুল কাউসার, কাজী নুসরাত, সাব্বির প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।