বাফটা অ্যাওয়ার্ড যারা পেলেন

ব্রিটিশ সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বাফটা। ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরে তারকার মেলা বসে লন্ডনে। সেরা চলচ্চিত্র, সেরা সম্পাদনাসহ মোট চারটি পুরস্কার ঝুলিতে তুলে নেয় ‘কনক্লেভ’। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতেন দ্য ব্রুটালিস্টের অ্যাড্রিয়েন ব্রডি। এদিকে ‘আনোরা’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান মাইকি ম্যাডিসন।

গত রোববার (১৬ ফেব্রুয়ারি) লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিলো ‘বাফটা’-এর ৭৮তম আসর। হলিউড-বলিউডের তারকাদের উপস্থিতিতে চোখ ধাঁধানো এ আয়োজনে বড় চমক ‘কনক্লেভ’।

জার্মান পরিচালক অ্যাডওয়ার্ড বার্গারের পরিচালনায় ছবিটি জিতে নিয়েছে সেরা সিনেমার পুরস্কার। এবারের আসরে সর্বোচ্চ ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে চারটিতেই পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। শ্রেষ্ঠ চলচ্চিত্রের সঙ্গে সেরা রূপান্তরিত চিত্রনাট্য, অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র এবং সেরা সম্পাদনার পুরস্কার জিতে নেয় ‘কনক্লেভ’।

২০১৬ সালে প্রকাশিত রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে তৈরি হয় রাজনৈতিক থ্রিলার সিনেমাটি। কনক্লেভের মতো ৪ বিভাগে পুরস্কার জিতেছে ‘দ্য ব্রুটালিস্ট’ও। চলচ্চিত্রটি পরিচালনার সুবাদে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতে নেন ব্র্যাডি কোর্বে।

সেই সঙ্গে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতেন ‘দ্য ব্রুটালিস্ট’র অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। এ ছাড়া সেরা মৌলিক আবহ সংগীত ও সেরা চিত্রগ্রহণ বিভাগের পুরস্কার জেতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক হাঙ্গেরিয়ান স্থপতির গল্প নিয়ে তৈরি হওয়া এ সিনেমাটি।

এদিকে ‘আনোরা’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন মাইকি ম্যাডিসন। সেরা কস্টিউম ডিজাইন বিভাগে ‘উইকড’ এবং শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিল্ম বিভাগে পুরস্কার জিতে নেয় ‘ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল’।

এদিকে সেরা অ-ইংরেজিভাষী সিনেমা হিসেবে জিতে নিয়েছে ‘এমিলিয়া পেরেজ’। ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন সিনেমাটি। চলতি বছর গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’।