কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ’কে কক্সবাজার থেকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) পুলিশ হেড কোয়ার্টারের ডিআইজি (প্রশাসন) কাজী মো: ফজলুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসপি মুহাম্মদ রহমত উল্লাহ’কে কক্সবাজার জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে এসপি’র দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাঁকে ১৮ ফেব্রুয়ারীর মধ্যে পুলিশ হেড কোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এসপি মুহাম্মদ রহমত উল্লাহ’র বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট বেচা কেনায় জড়িত থাকার বিষয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) একটি জাতীয় দৈনিকে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে।