মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত হয় এবং শিশুরা তাদের প্রতিভাকে তুলে ধরতে পারে। আজকের শিশুরাই একটি নতুন বাংলাদেশ বির্নিমাণ করবে।
উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের সভাপতিত্বে শিক্ষক রওশন শরীফ তানির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এরআগে উপজেলার বিভিন্ন ভ্যেনুতে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১শ’ ৫৪ টি ইভেন্টে ৫ টি ইউনিয়নের ৫৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।