চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের এ টুর্নামেন্ট আমাদের শিক্ষার্থী ও যুব সমাজকে ক্রীড়ার প্রতি অনুপ্রাণিত করবে। সিটি করপোরেশন সবসময় ক্রীড়াবান্ধব উদ্যোগ সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। এই আয়োজন শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং এটি চট্টগ্রামের শিক্ষার্থী ও ক্রীড়ামোদীদের মিলনমেলা। আগামী ১০ দিন এই প্রতিযোগিতা ফুটবলপ্রেমীদের এক নতুন অভিজ্ঞতা দেবে।
উৎসবমুখর পরিবেশে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি বনাম সাদার্ন ইউনিভার্সিটি। দিনের অপর দুটি ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইউএসটিসি এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সাইন্স মুখোমুখি হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মতিউর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক অনুষদের সাবেক ডিন প্রফেসর মনসুর উদ্দীন আহমেদ, পিএইচআর কমিউনিকেশন লিমিটেড চেয়ারম্যান আব্দুর রশিদ।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বছর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ফাইনাল খেলা হবে। প্রতিদিন ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উপস্থিত ছিলেন হারুনুর রশিদ আকাশ, এটিএম ফাউজুল কবির, তন্ময় চৌধুরী, ফয়সাল হোসেন বাতিন, আশরাফ ইফতি, জিয়ন চৌধুরী, সাজিদ, আদিল, ফাইরোজ, শিপণ, রাফি, অপু, সবুজ, সাবরিনা শায়লা, জাকিয়া, ফাহিম, মুশফিক, আনাজ প্রমুখ।