কাপ্তাইয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সভা
মোঃ নজরুল ইসলাম লাভলু কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের এক সভা শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিএফআইডিসি ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি নুর জামাল।
উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. বাচা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ, যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, স্বাপন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল হাসান মাসুদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের সহ-সভাপতি সালাউদ্দিন, সাংগঠনিক উলাচিং মারমা প্রমুখ। বক্তারা বলেন, আগামীতে সকলকে একযোগে নির্বাচন মুখী হতে হবে। কৃষক, শ্রমিক, জনতা সকলে মিলে মানুষের ঘরে ঘরে যেতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এসময় কাপ্তাই ইউনিয়ন কৃষক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।