কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩ দোকানীকে জরিমানা

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩টা দোকানীকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে কাপ্তাই নতুন বাজারের কাপ্তাই হোটেলে হাইড্রোজ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা, মেয়াদ বিহীন জেলি, আচার, বিরানির মসলা পাওয়ায় নতুনবাজার জসিম স্টোরকে একই আইনে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় নতুনবাজার মক্কা ষ্টোরকে ২ হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং কাপ্তাই থানা পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।