বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দুর্ভাগ্য আজকে গোটা পৃথিবী ভাগ হয়ে গেছে। হিংসা প্রতিহিংসা হানাহানি গোটা পৃথিবীতে চলছে। এখান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদার তেরেসা স্কুলে শিক্ষার্থী ও খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা ১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছি। সেই যুদ্ধের প্রধান লক্ষ্য ছিল সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। দুর্ভাগ্যক্রমে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে অনেকদিন বঞ্চিত ছিলাম।
তিনি বলেন, আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলে মেয়েরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটি সুযোগ তৈরি করে দিয়েছে। একটি নতুন বাংলাদেশ তৈরি করবার।
ফখরুল বলেন, যেখানে সত্যিকার অর্থেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব। সকলের কথা বলার যে অধিকার তা প্রতিষ্ঠা করতে পারি। অনেক হানাহানি বিভেদ আছে সবমিলিয়ে তারপরেও আমরা কিন্তু হাল ছাড়িনি। বাংলাদেশের মানুষ সব সময় ভালোর জন্য সংগ্রাম করে লড়াই করে।
সকল ক্ষেত্রের শ্রেণি পেশার মানুষ বাংলাদেশের জন্য অবদান রাখে। সব মিলিয়ে আমরা এই বাংলাদেশের জন্য কাজ করব। এটিই হওয়া উচিত আমাদের ভবিষ্যতের শপথ।