ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চবির আইসিএসবি মিলনায়তনে সংগঠনটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম। এ ছাড়া শাখা ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
কমিটির বিষয়ে নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান বলেন, ভোটের মাধ্যমে আমাদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইতিবাচক ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের পাশে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে থাকবে।