হালদায় ডিম ছাড়ার অপেক্ষায় সংগ্রহকারীরা

শফিউল আলম, রাউজান: প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার মৌসুম চলছে । মা মাছ ডিম, ছাড়ার মৌসুমে প্রচন্ড তাপদাহ ও পযাপ্ত পরিমান বৃষ্টি না হওয়ায় মা মাছ ডিম ছাড়েনি হালদায় । গত কয়েকদিন ধরে কালবৈশাখীর বৃষ্টি হয় । তবে প্রবল বর্ষন হয়নি । প্রবল বর্ষন ও বজ্রপাত হলে নদীতে উজচান থেকে পাহাড়ী ঢলের শ্রোত নেমে আসলে যে কোন সময়ে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়বে বলে আশা করছেন ডিম সংগ্রহকারীরা । হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার মৌসুমে প্রবল বর্ষন বজ্রপাত হলে পাহাড়ী উজানের শ্রোতের পানি নেমে আসলে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে পারে বলে আশা করছেন হালদা গবেষক চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট পাবিলিক কলেজের জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শফিকুল ইসলাম। হালদা হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে চৈত্র মাস থেকে চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ মাস চলছে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়েনি ।

এই মৌসুমে এপ্রিল মাস থেকে জুন মাস বাংলা সনের চৈত্র মাস থেকে শ্রাবন মাস সময়ে পর্যন্ত হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস মাছ ডিম ছাড়ে । হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার পর রাউজান হাটহাজারী এলাকার ডিম সংগ্রহকারীরা নৌকা ও জাল নিয়ে প্রবল বর্ষন ও বজ্রপাতকে উপেক্ষা করে নদী থেকে ডিম সংগ্রহ করেন । ডিম সংগ্রহকারীরা নদী থেকে মা মাছের ডিম সংগ্রহ করে নদীর তীরে খনন করা মাটির কুয়া ও হ্যচারীতে ডিম ফুটিয়ে রেনু উৃৎপাদন করেন । হালদা নদীর মা মাছের ডিম থেকে ফুটানো রেনু দেশের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার মৎস প্রকল্পের মালিক, মৎস চাষীরা ক্রয় করে নিয়ে পুকুর জলাশয়, হ্যচারীতে মাছের চাষ করে প্রতিবৎসর কয়েক হাজার কোটি টাকার মাছ উৎপাদন করেন । প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার মৌসুমে ডিম ছাড়ার ডিম ফুটানোর জন্য রাউজানের পশ্চিম গহিরা, কাগতিয়া, গহিরা মোবারক খীল, হাটহাজারীর মদুনা ঘাট, মাছুয়া ঘোনা, মাদ্রাসা এলাকায় ৭টি হ্যচারী নির্মান করা হয় । ৭টি হ্যচারীর মধ্যে হাটহজারীর ৪টি ও রাউজানের গহিরা মোবারক খীল, রাউজানের পশ্চিম বিনাজুরী আই.ডি, এফ এর একটি হ্যচারী সচল রয়েছে । রাউজানের পশ্চিম গহিরা ও কাগতিয়া দুটি হ্যচারী নির্মানের পর পর অকোজো হয়ে পড়েছে ।

রাউজানের পশ্চিম গহিরা অংকুৃরী ঘোনা, পশ্চিম গহিরা বড়ুয়া পাড়া, দক্ষিন গহিরা, গহিরা মোবারক খীল, গহিরা জামতল, পশ্চিম বিনাজুরী, কাগতিয়া, আজিমের ঘাট. মগদাই, নাপিতের ঘাট, পশ্চিম আবুর খীল, খলিফার ঘোনা, উরকিরচর, সার্কদা মোকামী পাড়া কচুখাইন, হাটহাজারীর গড়দুয়ারা, নয়া হাট, আমতোয়া, বাড়ীঘোনা, মাছুয়া ঘোনা, পোরালীর মুখ, মার্দ্রসা. দক্ষিন মার্দ্রাসা এলাকার হালদা নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী ডিম সংগ্রহকারীরা হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার মৌসুমে ডিম সংগ্রহ করার জন্য নৌকা ও জাল নিয়ে প্রতিক্ষার প্রহর গুনছেন। রাউজানের পশ্চিম,আবুর খীল এলাকার বাসিন্দ্বা জয়সেন বড়ুয়া বলেন, হালদা নদীতে মা মাছ ডিম ছাড়লে ডিম সংগ্রহ করার জন্য ৪টি নৌকা প্রস্তুত করে রেখেছি । ডিম সংগ্রহ করার পর ডিম ফুটানোর জন্য পশ্চিম আবুর খীল এলাকায় হালদা নদীর তীরের পাশে মাটির কুয়া খনন করে রেখেছি । প্রবল বর্ষন ও বজ্রপাত হলে নদীতে মা মাছ ডিম ছাড়তে পাশে আমবস্যা ও পুর্ণিমার জৌতে” । রাউজান উপজেলা সিনিয়র মৎস অফিসার আলমগীর হোসেন বলেন, হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম চলছে । হাটহাজারীর ৪টি হ্যচারী রাউজানে ২টি হ্যচারী সচল রয়েছে।রাউজানের পশ্চিম গহিরায় অকোজো হয়ে পড়ে থাকা হ্যচারীটি মেরামত করার কাজ চলছে । এছাড়া ও নদীর তীরে মাটির কুয়া খনন করেছে ডিম সংগ্রহকারীরা । মা মাছ ডিম ছাড়ার মৌসুমে হালদা নদীতে কোন যান্ত্রিক নৌযান চলাচল বন্দ্ব ও মাছ শিক্রা বন্দ্বে অভিযান চালিয়ে যান্ত্রিক নৌযান করে বালু উত্তোলন করায় চার জনকে ধরে জরিমানা আদায় করা হয়েছে । হালদা নদীর বিভিন্ন পযেন্টে অভিযান চালিয়ে ৭৫ হাজার মিটার দৈর্ঘ কারেন্ট জাল ও গেল জাল উদ্বার তা ধংস করা হয়েছে । হাটহাজারী ও রাউজান উপজেলা প্রশাসন, নৌপুলিশ হালদা নদীতে অভিযান করছে প্রতিনিয়ত ।