দীর্ঘ ১৮ বছর পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা ঘুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মানিকছড়ি উপজেলার সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার চেঙ্গুছড়া ও একসত্যাপাড়া এলাকা ঘুরে স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষের খোঁজ খবর নেন এবং সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া’র সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন। সন্ধায় চেঙ্গুছড়া হিলফুল ফুজুল ইসলামী সংস্থা আয়োজিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া’র সুস্পষ্ট নির্দেশ, কেউ কোন অনিয়ম- দুর্নীতি করলে তা শক্ত হাতে প্রতিহত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, লুন্ঠনকারী ও সমাজের অপকর্মকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া’।
তিনি আরো বলেন, ‘পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে দীর্ঘ ১৭/১৮ বছর আমি মানিকছড়ি আসতে পারিনি। নানা অন্যয় অবিচারের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও আমাকে দূরে রেখেছিল স্থানীয় আওয়ামীলীগ। সাধারণ মানুষ এখন ফ্যাসিবাদের আগ্রাসন থেকে মুক্ত। তাই সকলের কাছে ছুটে এসেছি’
পরে তিনি উপজেলার সাপুড়িয়া পাড়ায় উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, তিনটহরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ছায়েদ, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হোসেন, সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহির রায়হান নিরব ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।