চট্টগ্রামে পরিবেশ অধিদফতরের অভিযানে ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে নগরের হালিশহর ছোটপুল এলাকায় পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।
এ সময় মেসার্স কোয়ালিটি পলি ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানের মালিক মো. আবু সাঈদকে বুধবার (১৯ ডিসেম্বর) শুনানিতে হাজির হতে নোটিশ দেওয়া হয়।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের হিসাবরক্ষণ কর্মকর্তা খন্দকার মো. তাহাজ্জুত আলী জানান, মেসার্স কোয়ালিটি পলি ম্যানুফ্যাকচারার নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিক মো. আবু সাঈদকে বুধবার শুনানিতে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে।