বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় বলি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা সদরের নিউজিল্যান্ড এলাকায় অনুষ্ঠিত জমজমাট বলি খেলা উপভোগ করেন হাজার হাজার পাহাড়ি-বাঙালি।
বলি খেলায় জেলা ও জেলার বাইরের ১৬ জন বলি অংশগ্রহণ করেন। এতে সৃজন বলি চ্যাম্পিয়ন ও রমেল বলি রানার্স আপ হয়েছেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বৈসাবি উদযাপন কমিটির সভাপতি রবি শংকর চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা, জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা।