উখিয়ায় ‘ইজিপিপি প্লাস’ কর্মসূচির ৪১টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু

কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস) প্রকল্পের উন্নয়ন কাজ শুরু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজা পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডিগলিয়া জোরা পুকুর সুইস গেইট সড়কের ইজিপিপি কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার। এ সময় রাজা-পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম রোমান, ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম, স্থানীয় মেম্বার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ইজিপিপি কর্মসূচির আওতায় উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪১ টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। উক্ত প্রকল্প সমূহ বাস্তবায়নে ২ হাজার ৬ শত ৪৩ জন বেকার নারী পুরুষ উপকারভোগী হিসেবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, ইজিপিপি মধ্যে রয়েছে মাটি দিয়ে গ্রামীণ রাস্তা তৈরি, সংস্কার ও মাটি ভরাট, জলবদ্ধতা নিরসনে ড্রেইন খনন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কার ইত্যাদি।