কাপ্তাইয়ে পাচারকালে টিসিবির মাল জব্দ করেছে সেনাবাহিনী

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ে অবৈধভাবে পাচারকালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মালামাল জব্দ করেছে সেনা বাহিনী।

গত বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জেটিঘাট এলাকায় কাপ্তাই সেনা জোনের (অটল ছাপান্ন) সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফারুকের নেতৃত্বে সেনা বাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মালমাল জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২০৮ লিটার সয়াবিন তেল, ২৫০ কেজি মসুর ডাল এবং ১০০ কেজি চিনি।

এদিকে, সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে টিসিবি পণ্য গুলো পরিত্যক্ত অবস্থায় রেখে পাচারকারীরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চোরাই ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যগুলো বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি থেকে কাপ্তাই জেটিঘাটে নিয়ে আসা হয়েছিল।
এবিষয়ে কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, উদ্ধারকৃত এসব টিসিবি পণ্য সেনা বাহিনী কর্তৃক কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট ওইসব মালামাল হস্তান্তর করা হয়।