শান্ত-মুমিনুলের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

সিলেট টেস্টের সকালের বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াতে লড়ছে বাংলাদেশ। ভালো শুরুর পরও মাত্র ১ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারানোর ধাক্কা অনেকটাই সামলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। তাতে মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো বিপদ হয়নি টাইগারদের।

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। খেলার মধ্যাহ্ন বিরতির আগে২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এই মুহুর্তে ৫২ রানের জুটি গড়ে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুমিনুল হক। ৪৬ বলে ২ চারে ২১ রানে ব্যাট করছেন মুমিনুল। শান্ত ৪৩ বলে ৫ চারে ৩০ রানে অপরাজিত আছেন।

এর আগে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। নবম ওভারে নিয়াউচি ৩১ রানের জুটি ভাঙেন। সেট হয়ে যাওয়া জয় উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে ৩৫ বলে ১৪ রান করেন।

এক ওভার পরেই ফের ধাক্কা খায় বাংলাদেশ। এবারও ঘাতক নিয়াউচি। সাদমান বেনেটের হাতে ক্যাচ দেন ২৩ বলে ১২ রান করে।