সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ ও ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ করেছে শিশুরা। জুমার নামাজ পরবর্তী শিশুদের বিক্ষোভের সাহস দেখে সাধারণ জনতা হতবাক হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে শিশুদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ডিসি সড়ক ও বাস স্টেশনে মহাসড়ক একাধিকবার প্রদক্ষিণ করে পুলিশ বক্সে এসে শেষ হয়।
এসময় শিশুরা শ্লোগান দেয় “ইসরাইলি পণ্য বয়কট বয়কট, আমরা সবাই নবীর সেনা, ভয় করিনা বুলেট বোমা, দুনিয়ার মুসলিম এক হও লড়াই কর, ইসরাইলি পণ্য চলবে চলবে না, আমার ভাই শহীদ কেন, জবাব চাই জবাব চাই।
এ সময় মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। এদিকে শিশুদের দু:সাহসিক বিক্ষোভ দেখে সড়কের উভয় পাশের পথচারী ও বাজারের ব্যবসায়ীরা অবাক বিস্ময়ে তাদের সমর্থন জানান।
বিক্ষোভ শেষে শিশুদের সাহসী ভুমিকা দেখে তাদের আপ্যায়ন করান ঈদগাঁও উপজেলা নাগরিক কমিটির অন্যতম সদস্য ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা এডভোকেট এসকে ফারুকী।
তিনি জানান, জুমার নামাজ শেষে শিশুদের আচমকা এমন প্রতিবাদি সাহসী ভূমিকা দেখে তিনি স্থির থাকতে পারেননি। তিনি বিক্ষোভের শেষ পর্যন্ত তাদের সাথে ছিলেন এবং শেষে এ সাহসী শিশুদের আপ্যায়ন করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।