জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন শিরু আক্তার নামে ৩৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারী মৃত্যুবরণ করেছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৯ জন।মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এছাড়া আজ আরও ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদেরকে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

করোনায় সুস্থ হওয়া ৯ জন হলেন- নগরের দামপাড়া পুলিশ লাইনের আবুল কাশেম (৩৮), আকবার শাহ এলাকার রুমা আক্তার (২৪), ইপিজেড এলাকার সেলিম কুদ্দুস (৩৬), হালিশহরের আলমগীর (৩৮) ও মো. মুসা (৪২), পতেঙ্গা এলাকার মনিরুল ইসলাম (৪৬), এনায়েত বাজার এলাকার শেখ আকরাম (৬০), কক্সবাজারের ডা. সাজ্জাদ (২৮) এবং মাদারীপুরের বশির উদ্দিন (৪৩)

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুর পাড় এলাকার শিরু আক্তার ৩৬ বছর বয়সী করোনা আক্রান্ত রোগীর (মহিলা) প্রথম মৃত্যু বলে উল্লেখ করেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমতিয়াজ হোসাইন। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন যাবৎ এ্যাজমায় আক্রান্ত ছিলেন তিনি।