ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী উড়োজাহাজটির সংঘর্ষ হয়েছে একটি মার্কিন সেনা হেলিকপ্টারের সঙ্গে। মাঝ আকাশে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হয় উড়োজাহাজ ও হেলিকপ্টারটি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে রানওয়ের কাছে আসার সময় মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজটির সংঘর্ষ হয়।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন।
এদিকে সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া আমেরিকান এয়ারলাইনসের বিমানটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।
আমেরিকান এয়ারলাইনসের মতে, উড়োজাহাজটি ছিল আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৫৩৪২, যা ক্যানসাসের উইচিটা থেকে আসছিল। এদিকে পেন্টাগন জানিয়েছে, হেলিকপ্টারটি ছিল একটি সিকরস্কি এইচ-৬০, যেটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ার থেকে উড্ডয়ন করেছিল। সিবিএসের খবরে বলা হয়েছে, তিনজন মার্কিন সেনা হেলিকপ্টারটিতে ছিলেন।
এ ঘটনার তদন্ত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।