চন্দনাইশে ট্রাকের চাকায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ রোমান (২৫) চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ গ্রামের আবদুর ছবুরের ছেলে।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় রৌশনহাট এলাকায় বালুবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।