রাউজানে কৃষকের ধান মেশিনে কেটে দিলেন ইউএনও


শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের দলিলবাদ, সাহানগর এলাকায় ফসলী জমিতে বোরো ধানের চাষাবাদ করে কৃষকেরা । ফসলী জমিতে বোরো ধান পাকার পর করোনা ভাইরাসের কারনে কৃষি শ্রমিক সা পেয়ে কৃষকেরা পাকা বোরো ধান জমি থেকে কেটে ঘরে তুলতে পারছেনা । রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অফিস থেকে সরকারী ক্রয়কৃত কমবাইন্ড মেশিন দিয়ে কৃষকের পাকা বোরো ধান কাটার ব্যবস্থা গ্রহন করা হয় ।
১১ মে সোমবার দুপুরে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সাহানগর এলাকায় দরিদ্র কৃষক সেলিমের পাকা বোরো ধান কম্বভাইড মেশিন দিয়ে কেটে দেয় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। দরিদ্র কৃষক সেলিমের পাকা বোরা ধান কাটার সময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার প্যণের মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল, রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন করোনা ভাইরাসের কারনে কৃষি শ্রমিক সংকট দেখা দেওয়ায় রাউজানে কৃষকেদের পাকা বোরো ধান কাটার জন্য উপঝেরা কৃষি অফিস থেকে মেশিন দিয়ে কৃষকেদের পাকা বোরো ধান কেটে কৃষকের ঘরে ধান তুলে দেওয়া হচ্ছে । রাউজানের প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় পাকা বোরো ধান কাটার জন্য কৃষকদের মেশিন দেওয়া হয়েছে । কৃষি শ্রমিক সংকট দেখা দিলে ও মেশিন দিয়ে পাকা বোরো ধান কেটে কৃষকেরা আর্থিক ভাবে লাভবান হচ্ছে ।