চান্দগাঁওয়ে ৩৬৩০০ পিস ইয়াবা ও সাড়ে ১৮ কেজি গাঁজাসহ আটক ২

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবা এবং সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদা পাড়া এবং ফেনী সদর থানাধীন রামপুর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলেন- খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তার (২৫), মো. মোশারফ (২৩)।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। পৃথক দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।