কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে।

সেনা প্রধানের দিক নির্দেশনায় কাপ্তাইয়ের দায়িত্বপূর্ণ এলাকা ভাইবোন ছড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ করেন ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি। এসময় তিনি বলেন, শান্তি ও সম্প্রীতি উন্নয়নে ভবিষ্যতে ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে এধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।