এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও দারুল মদিনা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক আলহাজ¦ মুহাম্মদ নঈমুল ইসলামের উদ্যোগে নগরীর এক কিলোমিটার ও হাটহাজারীর ফতেপুর এলাকায় ৫০০ পরিবারে মুরগী বিতরণ করা হয়েছে। করোনা পজিটিভ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ও আইসোলেশনে থাকা অবস্থায় নঈমুল ইসলামের এ উদ্যোগটি পরিচালনা করছেন এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মুহাম্মদ শামসুল আলম, সাধারণ সম্পাদক এস.এম.জেড খসরুজ্জামান, মুহাম্মদ হেমায়েত উল ইসলাম, মুহাম্মদ মহিউদ্দীন ও মুহাম্মদ মুসা। উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরুতে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া পাঁচ হাজার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ‘ভালোবাসার পোটলা’ বিতরণ করেন নঈমুল ইসলাম। তিনি সমাজের বিত্তবানদের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও হাফিজ সাহেবদের জন্য সরকারি-বেসরকারি সহায়তা কামনা করেন।