দেশব্যাপী করোনো ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নগরীর ২২, ৩০ ও ৩১নং ওয়ার্ডে ২ হাজার পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর প্রার্থী আলতাজ বেগম বুবলী। তিনি এলাকাবাসীকে বলেন, রাজনীতির উদ্দেশ্যে নয়, মানুষের মাঝে মনুষ্যত্ব নিয়ে এই উপহার সামগ্রী প্রদান করা হল। আপনারা সচেতন থাকুন, আতঙ্কিত হবে না। এলাকায় প্রতিনিয়ত জীবনাশক ব্লিচিং পাউডার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ব্যক্তিগত অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এই মহামারী থেকে আমরা অচিরেই মুক্তি পাবো।