গতকাল রাতে চট্টগ্রাম নগরীর বাদুরতলা, জঙ্গী শাহ লেইন, শাহী আবাসিক এলাকায় সামাজিক সংগঠন ‘ প্রতিফলন যুব ও তরুণ সংঘের উদ্যোগে কোভিড-১৯ নামক দূর্যোগ মূহুর্তে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকাবাসী এবং প্রবাসীদের আর্থিক সহয়তায় প্রতিফলন ক্লাব দ্বিতীয়বারের মত ২১৮ টি পরিবার ও একটি মাদ্রাসায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেছে। সংগঠনের এই কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোরশেদ আলম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীতা করেছেন এবং তিনি উপহার সামগ্রী বিতরণের সময়ও উপস্থিত ছিলেন।ইফতার ও সেহেরী সামগ্রী বিরতন কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন হিরা, নির্বাহী সভাপতি ফখরুল আজম মুরাদ, সহ-সভাপতি রাসেল আল করিম, সাধারণ সম্পাদক ফরহাদুল আজম রিয়াদ, যুগ্ন সম্পাদক মোঃ জালাল উদ্দিন ও মোঃ ইমরান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইসতিয়াক মাহমুদ, সহ সাংগঠনিক মোঃ আসিফুল ইসলাম, অর্থ সম্পাদক সাকিব শাহ, দপ্তর সম্পাদক মোঃ ইরফানুল হাসান, সহ দপ্তর ইমতিয়াজুর রহমান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তৌফিক জামাল জিকু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ সালেহ মনসুরী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাঈম বিন হালিম, নির্বাহী সদস্য খোকন, হাসান, আলী শাহ, কিশোর, আবির, সফেদ, জুনায়েদ, রিপন, কাদিম, আদিল প্রমুখ। সেহেরী ও ইফতার সামগ্রী মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়।