শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ চাঁদপুর প্রবর্তিত ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২৪’ পাচ্ছেন ৩ লেখক। বাংলা সাহিত্যকর্মে তাদের প্রয়াসকে সম্মান জানিয়ে ৩টি শাখায় এ পুরস্কার ঘোষণা করা হয়।
৮ জানুয়ারি বিকেলে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক। এবার পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবি শাহ বুলবুল (কবিতা), গল্পকার ও গবেষক নাহিদা নাহিদ (কথাসাহিত্য) এবং প্রাবন্ধিক ও গবেষক ড. শামস্ আলদীন (প্রবন্ধ ও গবেষণা)।
সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক বলেন, ‘সাহিত্য বিষয়ক কার্যক্রমের পাশাপাশি চাঁদপুরের কৃতিসন্তান, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের নামে সাহিত্য পুরস্কার প্রবর্তন করেছে শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ। সাহিত্যে বিশেষ প্রয়াসের স্বীকৃতিস্বরূপ ২০২০ সাল থেকে আমরা পুরস্কারটি দিয়ে আসছি। তিন গুণী লেখক ও সংগঠককে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত ও গৌরববোধ করছি।’
সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম বলেন, ‘দেশের রাজনৈতিক পুষ্টির কারণে আমরা ২০২৩ সালের পুরস্কারটি লেখকদের হাতে তুলে দিতে পারিনি। সাহিত্য মঞ্চের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে। সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত ২০২৩ এবং ২০২৪ সালের সম্মানিত লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।’
২০২৩ সালের পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন- কবি মাহমুদ কামাল ও জুনান নাশিত (কবিতা), কথাসাহিত্যিক রুমা মোদক (কথাসাহিত্য) এবং প্রাবন্ধিক ও গবেষক সুমনকুমার দাশ (প্রবন্ধ ও গবেষণা)।