বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভেসে উঠেছে মো. জসীম উদ্দীন (৪৮) নামে একজনের লাশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের বিদগ্রামের একটি পুকুরে ওই ব্যাক্তির লাশ ভেসে ওঠে।

জসীম উদ্দীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মৃত আহমদ ছৈয়দের ছেলে। জসীমের বড় ভাই মো. কাশেম জানান, সকালে খবর পেয়ে জসীমের লাশ শনাক্ত করেছেন।

জসীম গত ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিলো। তিনি বলেন, জসীম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। লাশে পচন ধরে গেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।