আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নোমান’র মেয়ের শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন

১১ জানুয়ারি(শনিবার) বাঁশখালী শেখেরখিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নোমানের মেয়ে ফার্জিনের সাথে ইসলামী ব্যাংক কর্মকর্তা সায়েমের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালীর পিরে কামেল আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইসহাক, বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন, বাঁশখালী উপজেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাওলানা মোঃ সোলাইমান,শ্রমিক নেতা মাওলানা জুবায়ের আহমদ, জনপ্রিয় তরুণ আলোচক মাওলানা আমিনুল ইসলাম মুকুল, কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি , রঙ্গিয়াঘোনা ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক জনাব মাওলানা মোঃ মাহফুজুর রহমান আল মাদানী, মাওলানা মোহাম্মদ এহসান, মাওলানা মোঃ ইসহাক, কন্ঠ শিল্পী ইমতিয়াজউদ্দিন খোবাইব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাওলানা ইসহাক হুজুরের দোয়ার মধ্য দিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। মোনাজাতে নব দম্পতির জন্য দোয়া করা হয়।