‘সেবা স্ট্রিট লাইব্রেরি’র কার্যক্রম নগরের পাশাপাশি বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে’

সেবা একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের একটি অঙ্গ-প্রতিষ্ঠান হল সেবা স্ট্রিট লাইব্রেরি।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪.০০ টায় সেবা স্ট্রিট লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি রিফাতুল হোসেন এর সঞ্চালনায় নগরের জামাল খান মোড়ে সেবা লাইব্রেরি’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সেবা স্ট্রিট লাইব্রেরিতে কবিতা, গল্প, উপন্যাসসহ অন্যান্য বই মিলে প্রায় ৫০টি বই উপহার হিসেবে দিয়েছেন সাহিত্যের ছোটকাগজ নাগরিক চোখ’র নির্বাহী সম্পাদক কবি আরিফ মোর্শেদ।

এতে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সদস্য এরফাত আলম শ্রাবণ, ফয়সাল আমিন, নিজুম চৌধুরী, রাজেশ নাথ পায়েল, আরিফা সুলতানা, বিবি রহিমা সুরমা, মোছা:বৃষ্টি খাতুন প্রমুখ।

উল্লেখ্য, বর্তমানে সেবা স্ট্রিট লাইব্রেরি সি আর বি, জামালখান, ডিসি হিলে চলমান। সভায় চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় নতুন করে স্ট্রিট লাইব্রেরি বক্স বসানোর সিদ্ধান্ত হয়। ভবিষ্যতে এই কার্যক্রম শহরের পাশাপাশি আশপাশের উপজেলা শহরেও ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।