‘কোরআন-সুন্নাহর শাশ্বত দর্শন তুলে ধরে দেশ ও সমাজে ইনসাফ কায়েম করতে হবে’

আগামী ১০ ও ১১ জানুয়ারি (শুক্রবার-শনিবার) চট্টগ্রাম লালদীঘি ময়দানে ঐতিহাসিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আনজুমানে খোদ্দামূল মুসলেমীনের আয়োজনে অনুষ্ঠেয় মাহফিল সফল করার লক্ষ্যে মাহফিল প্রস্তুতি কমিটির সঙ্গে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার মতবিনিময় সভার আয়োজন করে। হাটহাজারী সদরের একটি রেস্তরাঁয় অনুষ্ঠিত মতবিনিময় ও প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আবদুর রহিম মুনিরী।

প্রধান অতিথি ছিলেন মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। তিনি বলেন, দেশ ও সমাজে আজ অরাজকতা অনাচার শোষণ জুলুম বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠেছে। ধনী-দরিদ্রের মধ্যে দ্বি-স্তর তফাৎ ও জীবনধারায় পর্বতসম বৈষম্য বঞ্ছনা দিন দিন বাড়ছে। যা একটি আদর্শ গণমুখী কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। দেশ ও সমাজের মানবিক সাম্য গড়া এবং সর্বক্ষেত্রে ইনসাফ কায়েমই ইসলামের মূল পথরেখা। যা উপেক্ষিত হওয়ায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তাই, কোরআন-সুন্নাহর শাশ্বত দর্শন ও সঠিক দিক নির্দেশনা যুগোপযোগী গ্রহণযোগ্য পন্থায় তুলে ধরে দেশে ইনসাফ ও সাম্যের সমাজ কায়েম করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মাওলানা মুহাম্মদ ইয়াসিন হোসাইন হায়দরী ও অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন তাফসীরুল কোরআান মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব পীরে ত্বরিকত মাওলানা এয়ার মুহাম্মদ পিয়ারু,জননেতা এম সোলায়মান ফরিদ, পীরে ত্বরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আল কাদেরী, অধ্যক্ষ মুহাম্মদ অহিদুল আলম, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী,মুহাম্মদ হারুন সওদাগর এস.এম.জাহাঙ্গীর আলম,অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা করিম উদ্দিন নুরী,মাস্টার মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, মাস্টার মুহাম্মদ ইসমাইল,মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ দিদারুল আলম,মুহাম্মদ সেকান্দর মিয়া,মাওলানা আবুল কাশেম রেজভী, যুবনেতা মুহাম্মদ ইব্রাহিম খলিল, এইচ.এম শহিদুল্লাহ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ অহিদুল আলম,মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ নজরুল ইসলাম, সুলতান মাহমুদ সুমন, মুহাম্মদ নাসির উদ্দীন রুবেল, ছাত্রনেতা মুহাম্মদ মোশারফ হোসাইন, মুহাম্মদ মাঈনুল ইসলাম রায়হান, মুহাম্মদ ফারুক হোসাইন, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ ইরফান উদ্দিন, মুহাম্মদ নুরুদ্দীন, মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান জিকু, মুহাম্মদ ওমর ফারুক প্রমূখ। সভায় আসন্ন তাফসিরুল কোরআন মাহফিলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করা হয়। পরে দেশ জাতির শান্তি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা।