চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে (৬ জানুয়ারি) বিকেল ৩ টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অন্তবর্তীকালীন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জনাব কামাল আহমেদ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জনাব কামাল আহমেদকে চবি ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি সম্মানিত অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সম্পর্কে অবহিত করেন। বর্তমান নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রশাসনের বিভিন্ন দৃশ্যমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান। মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসার জন্য অতিথিকে ধন্যবাদ জানান।
জনাব কামাল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পড়ালেখার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে জেনে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তিনি মাননীয় উপাচার্যের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিশেষ করে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন।