চমেক করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

 চট্টগ্রামে আরো একটি করোনাভাইরাস সনাক্তকরন পরীক্ষার ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে এই ল্যাবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। ৯ মে (শনিবার)সকাল ১১.৩০ টায় কলেজের মাইক্রোবায়োলজী এন্ড ভাইরোলজি বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরীক্ষামূলক নমুনা টেস্টের মধ্য দিয়ে ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে রোগীর সংগৃহিত নমুনা এ ল্যাবে পরীক্ষা করা হবে।

শুধুমাত্র চট্টগ্রাম মহানগর এলাকার করোনা পরীক্ষা হবে এই ল্যাবে। এর ফলে কোনো পরীক্ষার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। বিভিন্ন এলাকা/হাসপাতাল থেকে নমুনা সংগ্রহের পর ল্যাবে প্রেরন করবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্টদের ফলাফল জানিয়ে দেয়া হবে। কলেজে সরাসরি কোনো নমুনা সংগ্রহ করা হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ শামীম হাসান,হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর, বাংলাদেশ মেডিকেল এশোসিয়েশন, চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান, সাধারন সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী,সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ডা. মো. এহসানুল হক প্রমুখ।