চিল্ড্রেন গার্ডেন হাই স্কুলের উদ্যোগে ইন্ট্রা এলামনাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জানুয়ারি) সন্ধায় চট্টগ্রামের ইনফিনিটি স্পোর্টস এরিনাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী আনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আসাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. সেলিম উল্লাহ, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, চিল্ড্রেন গার্ডেন হাই স্কুলের পরিচালক নাছের গনি। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক আরশাদুল আলম, ইকবাল হোসেন, আবু রায়হান, কামরুল হাসান, খোরশেদ আলম, জাহেদুল আমিন, শিক্ষক অভি মোহরের ও জালাল আহমেদ, রাশেদুল আমিন প্রমূখ। ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২১ দল ৩-০ গোলে ব্যাচ ২০২৩ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।