কাপ্তাইয়ে দূর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন দূর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। শীতে লোকজনের জুবথুব অবস্থা। কোন কোন এলাকায় দুপুর হলেও সূর্যের দেখা মিলছে না।

শীত থেকে নিবারণের জন্য গাছের গুড়ি, পাহাড়ের লতাপাতায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। আবার আগুন জ্বালিয়ে শীত নিবারনে করতে গিয়ে বিভিন্ন স্থানে দূর্ঘটনার খবরও পাওয়া যাচ্ছে। শীতের দাপটে পাহাড়ী এলাকার মানুষ অনেকটা কাবু হয়ে পড়েছে।

গত শনিবার সাপ্তাহিক হাটে উপজাতিয় মহিলাদের শীতের পোশাক ক্রয় করতে দেখা যায়। দূর্গম গিলাছড়ি এলাকার নয়নি মারমা ও আথুইপ্রু মারমা জানান, শিশু ও বয়োবৃদ্ধদের জন্য শীতের পোশাক ক্রয় করছি। পাহাড়ে অনেক শীত। এই শীতে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত সর্দি, কাশি ও হাঁপানির প্রকোপ বেড়েছে। পাহাড়ে বসবাসকারী বলেন, হঠাৎ শীত বেড়ে যাওয়ার ফলে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।