সচিবালয়ে আগুন নাশকতা কি না তদন্তের পর জানা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তের পরই জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আগুনের ঘটনা তদন্তে দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি গঠন করা হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে পরিদর্শনের আগে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ভবনের ছয়তলায় আগুনের সূত্রপাত ঘটে। যা পরে সাত ও আটতলায় আগুন ছড়িয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। পরিদর্শন শেষে এ বিষয়ে ধারণা করা যাবে। এ ঘটনায় ৯ থেকে ১১ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে’।

এছাড়া এ ঘটনায় একজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুই মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। ১৯টি ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে।

যে ভবনটিতে আগুন লেগেছে তাতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগের অফিস রয়েছে বলে জানা গেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে আগুনে বিভিন্ন মন্ত্রণালয়ের দাফতরিক কাগজপত্র পুড়ে ভস্ম হয়ে গেছে।