শফিউল আলম, রাউজানঃ বিশ্ব অলী শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে চট্টগ্রাম জেলার মিরসরাই, সীতাকুন্ড, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সন্দ্বীপ, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, বাশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ১৪ উপজেলার ৯শত ৫০ টি এতিমখানা ও হেফজখানার ৫৫ হাজার এতিম শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরন করা হয় । গতকাল ২৫ ডিসেম্বর বুধবার ভোরে চট্টগ্রামের ১৪ উপজেলার স্ব স্ব স্থানে রান্না করে এই খাবার । সকাল ১১ টা থেকে প্যাকেট ভর্তি করে মিনি ট্রাক, সিএনজি অটোরিক্সা ভর্তি করে এতিম খানা ও হেফজখানায় দুপুরের খাবার পৌছে দেয়। শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট এর তদারকিতে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও উপজেলা ও শাখা কমিটির কর্মকর্তা ও সদস্যরা খাবার তৈয়ারী, খাবার পৌছে দেওয়ার দায়িত্ব পালন করেন । মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের শাজাদানশীল রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর নির্দেশনায় খোশরোজ শরীফে এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরন করা হয়।