সেলিম উদ্দীন, ঈদগাঁও : কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে শিক্ষা সামাজিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর মেদাকচ্ছপিয়া জনকল্যাণ সংসদ ও পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ ডিসেম্বর (বুধবার) বাদ আছর পবিত্র কোরআন তেলাওয়াতের পর ফিতা কেটে দোয়া ও মুনাজাতের মাধ্যমে পাঠাগার অফিস উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান। সংসদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা এরশাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাষ্টার আনিছুর রহমান আরফাতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনকল্যাণ সংসদ ও পাঠাগারের উপদেষ্টা চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার ছলিম উল্লাহ, সংসদ ও পাঠাগারের উপদেষ্টা আলহাজ্ব মাষ্টার মাহবুবুল হক, দেলোয়ার হোসাইন, ইসলামী ব্যাংক কর্মকর্তা জমির উদ্দিন, তরুণ সমাজসেবক, শিক্ষক কাজী এনামুল হক, সংগঠক ও ছাত্রনেতা তায়েফ উল ইসলাম শওয়াল ও উত্তর মেদাকচ্ছপিয়া জামে মসজিদ সেক্রেটারি মাওলানা বেলাল উদ্দিন প্রমুখ। এসময় জনকল্যাণ সংসদ ও পাঠাগারের সদস্য, আলেম-ওলামা,স্থানীয় মুরব্বী, যুবক, ব্যবসায়ী, ছাত্রজনতাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।