রাউজান-ফটিকছড়ির সর্তার খালের চরে শীতকালীন সবজির বাম্পার ফলন

শফিউল আলম, সংবাদদাতা রাউজান (চট্টগ্রাম)ঃ রাউজান ফটিকছড়ির সীমানায় হচ্ছার ঘাট খিরামের সর্তার চরে শীতকালিন সব্জি ক্ষেত থেকে কোটি কোটি টাকার সব্জি উৎপাদন করেন কৃষকরা ।

রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের হচ্ছার ঘাট, বইজ্যার হাট, পুরাতন বইজ্যার হাট, বড়ুয়া পাড়া, শিরনী বটতল, উত্তর সর্তা,ফটিকছড়ির খিরাম ইউনিয়নের খিরাম. অঞ্চল হয়ে বয়ে যাওয়া সর্তানদীর শুকনো মৌসুমে গড়ে উঠা বিশাল চর জুড়ে কৃষকরা শীতকালিন সবজি চাষ কওে কৃষকরা কোটি কোটি টাকার সব্জি উৎপাদন করেন। সর্তা খালের চরে উৎপাদিত সব্জি ফটিকছড়ি উপজেলার নানুপুর-ধর্মপুর-বখতপুর,জাফতনগর-নাজিরহাট, তকির হাট, রাউজান উপজেলার আমির হাট, ফকির হাট বাজার, বাইন্যার হাট, নতুন হাট, ফতেহ নগর বাজার, রমজান আলী হাট বাজারে সব্জি ব্যবসায়ীরা প্রতিদিন চরের ক্ষেত থেকে কৃষক থেকে ক্রয় করে মিনিট্রাক, জীপ, সি,এনজি অটোরিক্সায় করে এনে বিক্রয় করেন। এছাড়া ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম নগরীতে সব্জি ব্যবসায়ীরা কৃষক থেকে ক্ষেত থেকে ক্রয় করে নিয়ে বিক্রয় করেন। হচ্ছার ঘাট, খিরাম বাজারে প্রতিদিন কৃষকরা ক্ষেত থেকে সব্জি তুলে স্তুপ করে রাখেন। সব্জি ব্যবসায়ীরা কৃষক থেকে সব্জি ক্রয় করে বাজারে বিক্রয় করার জন্য নিয়ে আসেন। ফটিকছড়ি ও রাউজানের চাহিদা পুরণ করে হচ্ছার ঘাট ও খিরামের বেগুন,মুলা, শিম, বরবটি, শষা, টমেটো, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, দেশী মরিচ, আলু, বাধা কফি,ফুলকপি, শালগম, লাউ,ধনিয়াপাতা, পুদিনা, লালশাক, পুইশাক, চট্টগ্রাম জেলা নগরীতে হাট বাজারে নিয়ে যায় সব্জি ব্যবসায়ীরা ।

খিরাম এলাকার কৃষক আবদুল করিম বলেন, সর্তা খালের চরের মাঠি সবজি চাষের ব্যাপক উপযোগী হওয়ায় শুকনো মৌসুমে সবজি চাষে ভরে উঠে এই চরাঞ্চল। হচ্চার ঘাট এলাকার কৃষক নুরুল আলম বলেন, হচ্চার ঘাট- খিরামের সবজ্বির স্বাদ বেশি বলেই, ফরমালিন মুক্ত হওয়ায় ভ্রাম্যমান বেপারীরা ক্রয় করতে রাউজানের হচ্ছার ঘাট ও খিরাম দৌলত মুন্সিরহাটে প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার রাউজান ফটিকছড়ি ছাড়া ও হাটহাজারী, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে সব্জি ব্যাবসায়ীরা হতে পর্যন্ত ক্রেতা আসে। হচ্ছার ঘাট ও খিরামের সবজ্বি কিনতে আসা বেশকজন ক্রেতার সাথে কথা বললে তারা বলেন, আমারা বিষমুক্ত এই অঞ্চলের কৃষকের উৎপাদিত বিভিন্ন শাকসবজ্বী ন্যায্য মূল্য পাই বলে এখানে আসি। রাউজান ফটিকছড়ি দুই উপজেলার সীমানায় ২শত একরের বেশী সর্তা খালের চরের জমিতে শীতকালীন সব্জি ক্ষেতের চাষাবাদ করে কৃষকরা ।

রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের হচ্ছার ঘাট, পুরাতন বইজ্যার হাট, বড়ুয়া পাড়া, শিরনী বটতল, গর্জনিয়া, উত্তর সর্তা, ডাবুয়া ইউনিয়নের লাঠিছড়ি, পশ্চিম ডাবুয়া, গণিপাড়া, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, গহিরা ইউনিয়নের দলই নগর এলাকায় সর্তা খালের দুই পাড়ে চরের জমি ও ও ফসলী জমিতে শীতকালীন সব্জি ক্ষেতের চাষাবাদ করা হয়েছে । শীতকালীন সব্জি ক্ষেত থেকে কৃষকরা বেগুন, মুলা, বাধ্ াকপি, ফুলকপি, আলু, শিম, টমোটো তুলে ব্যবসায়ী ও বাজারে বিক্রয় করছেন । শীতকালীন সব্জি ক্ষেতের চাষাবাদে কৃষকদের কৃষি সম্প্রসারন বিভাগ সহায়তা করে আসছে ।