বোয়ালখালীতে ৭০০ লিটার চোলাই মদসহ আটক ১

চট্টগ্রামের বোয়ালখালীতে ৭০০ লিটার চোলাই মদসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার সারোয়াতলী উত্তর কঞ্জুরী গ্রামের পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক বিক্রেতার নাম রিমন দাস (২৫)। সে উত্তর কঞ্জুরী গ্রামের হরিপদ মেম্বার বাড়ির শ্যামল দাসের ছেলে।

এসময় তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা ভর্তি ৭০০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রিমনকে রোববার (২২ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।