চন্দ্রঘোনা পুলিশের অভিযানে চোলাই মদসহ পাচারকারী আটক

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাচারকালে দেশীয় তৈরি চোলাই মদ সহ ক্যচিংমং মারমাকে(৪৩) আটক করা হয়। আটককৃত ক্যচিংমং মারমা চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের লেমুছড়ি পাড়ার বাসিন্দা।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে থানার এসআই টিটু চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালায়। এসময় চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার সংলগ্ন টেকের মোড়- রাইখালী বাজারগামী মাঝিরপাড়া পাকা রাস্তার উপর থেকে পাচারকালে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ক্যচিংমং মারমা, পিতা- রেগ্যামং মারমাকে আটক করা হয়।

থানা পুলিশ জানায়, আটক ক্যচিংমং মারমার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। এবং শুক্রবার তাকে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।