ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন।
ঢাবি ডিন তার রচিত ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২-২০২৩’ ও ‘নবাবী বাংলার অভিজাত শ্রেণি রাজনীতি সমাজ ও সংস্কৃতি’ এ ২টি বই উপহার হিসেবে প্রদান করেন। এ সময় চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন ও চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. শাহ মোহাম্মদ শফিক উল্লাহ উপস্থিত ছিলেন।
চবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি তাকে চবির নানাবিধ একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বই উপহার দেয়ায় তিনি অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে তার গবেষণাকর্ম ও প্রকাশনা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।