মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা রাইফেল ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কাপ্তাই ওয়াগ্গা চা বাগানে অনুষ্ঠিত হয় বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা। এতে পয়েন্ট ১৭৭ বোর এয়ার রাইফেলে চ্যাম্পিয়ন হয় মাহাবুব হাসান বাবু। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় ডা.রহমত উল্লাহ ও দ্বিতীয় রানারআপ হয় মো. নাছির উদ্দীন।
এছাড়া, পয়েন্ট ২২ বোরে চ্যাম্পিয়ন হয় তুহিন ও প্রথম রানার আপ হয় মীর শাহরিয়ার। মোট ৪২ জন শ্যুটার এই প্রতিযোগিতায় অংশ নেয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাইফেল ক্লাবের সভাপতি জিসান বিন মাজেদ ও কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
রাইফেলস ক্লাবের সদস্য মংসুইপ্রু মারমার সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, রাইফেল ক্লাবের সহ-সভাপতি চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, রাইফেল ক্লাবের নির্বাহী সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরী, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক মোরশেদুল আলম কাদেরী ও খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, রাইফেল ক্লাবের সদস্য সিএম কাদের বাচ্চু, কাপ্তাই হাই স্কুলের প্রধান শিক্ষক রাইফেল ক্লাবের সদস্য মাহাবুব হাসান বাবু, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি রাইফেল ক্লাবের সদস্য কবির হোসেন, ক্লাবের সদস্য আনিছুর রহমান, সদস্য মো. সরোয়ার সহ রাইফেল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।