সুফি বদিউদ্দীন ফকিরের ওরশ ১৯ ডিসেম্বর

শফিউল আলম, রাউজানঃ প্রখ্যাত অলিয়ে কামেল হযরত শাহ্ সুফি আলহাজ্ব বদিউদ্দীন ফকির (রাঃ)- এর ৩৩তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ ২০ ডিসেম্বর শুক্রবার সারাদিন ব্যাপি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাউজান পূর্বগুজরা হামজারপাড়াস্থ দরবারে বদিদিয়া শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এতে বিশিষ্ট ওলমায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত ওরশ শরীফে সকলের উপস্থিতি কামনা করেছেন ৩৩তম বার্ষিক ওরশ উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা জাগির হোসেন মাস্টার।