ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪তম বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) আইডিইবি কক্সবাজার জেলা কার্যালয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রকৌশলীদের নিয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানে অতিথি ছিলেন সড়ক ও জনপদ বিভাগের ও বিভাগীয় প্রকৌশলী মোস্তফা মুন্সী।
আইডিইবি কক্সবাজার জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নেছার আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজার আইডিইবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।