আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির তত্ত্বাবধানে এবং হালিশহর থানা কমিটির আয়োজনে আলোচনা সভা সমাবেশ ও শোভাযাত্রা মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। হালিশহর থানা কমিটির আহ্বায়ক আমেনা বেগম ডলির সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসির গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ। বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি লায়ন খন্দকার কছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান, মোঃ সেলিম উদ্দিন ও নুর নবী রাজু, সাংগঠনিক সম্পাদক ডা. মীর হোসেন মাসুম,অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের,নারী নেত্রী নাজমা আক্তার, মরিয়ম আক্তার পিংকি, রোজি চৌধুরী, শ্রাবন্তী শুক্লা, রোকেয়া বেগম মুন্নি প্রমুখ। প্রধান অতিথি মতিউর রহমান সৌরভ বলেন, সকলের সহযোগিতায় সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা বাস্তবায়নে সর্ব শ্রেণী-পেশার সবাইকে মানবাধিকার লংঘন প্রতিরোধ ও বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।