বিশ্বমানবাধিকার দিবসে বাঁশখালী সরকারি আলাওল কলেজ ছাত্রদলের মানববন্ধন

ছাত্রদল কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ বিশেষ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম হওয়া নেতাদের সন্ধান এবং খুনের সাথে জড়িতদের বিচারের দাবিতে বাঁশখালী পৌরসভার সরকারি আলাওল কলেজ ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার ১০ ডিসেম্বর কলেজ প্রাঙ্গনে মানববন্ধন পালিত হয়েছে।

সরকারি আলাওল কলেজ ছাত্রদল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এস এম তৈয়ব, ছাত্রদল নেতা খালেদ জিহান, জাকের হোসাইন, রায়হান উদ্দীন, আতিক, গণী, আবির, রাশেদ, শওকত, আবদুর রহিম, শাকিল, ফারুক, প্রণয় দে, আরিফ, আরাফাত, রুবেল, এহসান, জুবাইর, দেলোয়ার, সাজিদ, মারুফ, আবদুর রহমান, রিয়াজ, বাদশা, ফয়সাল ও নেজাম উদ্দিন প্রমূখ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর বলেন, ২৪’র জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিগত ফ্যসিস্ট সরকারের ১৬ বছরের দুঃশাসন, গুম-খুনের রাজনীতি বিদায় নিয়েছে। এই ধারা হতে বের হয়ে “নতুন বাংলাদেশ” মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করণে কাজ চালিয়ে যাবে বলে আমরা আশা রাখি। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর দেড় হাজারের বেশী নেতা কর্মী ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ও খুনের শিকার হয়েছেন। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সরকারের উচ্চপর্যায়ের কর্মকার্তা কিংবা অতি উৎসাহী আইন শৃঙ্খলাবাহিনীর দায়িত্বরত যারা এই গুম-খুনের ঘটনা ঘটিয়েছেন তাদের সঠিক তলিকা প্রণয়নে একটি জাতীয় টিম গঠন করে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।