ফসলের মাঠে প্রশাসন : কৃষকের মুখে হাসি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের মহৎ উদ্যোগ এর কারনে কৃষকদের পরিবারের ঘরে হাসি ফুটেছে। করোনা ভাইরাস শুরু হওয়ার পর লকডাউন জারী হওয়ার
পরে প্রশাসনের পক্ষ থেকে কাঁচা বাজার সময় সীমা বেঁধে দেওয়ায় বেচাকেনা তেমন একটা হচ্ছিল না। তখন উপজেলা প্রশাসন কৃষকদের পাশে দাড়াঁয়। দীর্ঘ দিন
জমিতে চাষ করে যে ফলন হয়েছে সে সব ফলন নেওয়ার মত ব্যবসায়ায়ীরা ছিল না। স্থানীয় ব্যবসায়রা করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে কৃষকদের জমি থেকে কম
দামে সবজি ক্ষয় করে বাজারে দ্বিগুন দামে বিক্রি করছিল। এতে ব্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। কিন্ত এবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের বাঁচানোর উদ্যোগ নেয়ায় আর ক্ষতির সম্মুখীন হতে হয়নি তাদের।

ইউএনও রুহুল আমিন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে জমিতে ফলন হলেও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত সবজি বিভিন্ন অজুহাত দেখিয়ে সস্থাা দাম দিয়ে ক্রয় করছিল,কিন্ত উপজেলা প্রশাসন তা হতে দেয়নি তারা ফসলের মাঠে গিয়ে সঠিক মূল্যে দিয়ে সবজি ক্রয় করেন। ইউএনও মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান সচেতন মহল।
ছবি ও প্রতিবেদন: মোহাম্মদ হোসেন