ভারতের তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় ফিনজাল আঘাত হেনেছে।
শনিবার (৩০ নভেম্বর) রাতভর তাণ্ডব চালিয়েছে রোববার সকালে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিযেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। পূর্ব সতর্কতা হিসেবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে। চেন্নাইয়ে বৃষ্টিজনিত ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, রাতভর তাণ্ডব চালানোর পর রোববার সকালে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। এখন তা অবস্থান করছে পুদুচেরির কাছেই। তবে রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে আরও শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।
বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার সকালে জানিয়েছিল, সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ থাকবে। কিন্তু সন্ধ্যায় ঝড়ের দাপট বেশি থাকায় পরিষেবা চালু করা যায়নি। বৃষ্টিতে চেন্নাইয়ের বিমানবন্দরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে অনেক বিমান। তবে রোববার ভোর থেকে বিমান চলাচল পুনরায় চালু হয়েছে।
ফিনজালের প্রভাবে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল–কলেজ ও অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন এলাকায় খোলা হয়েছে দুই হাজারের বেশি ত্রাণশিবির।
এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় এখনও রেড এলার্ট জারি আছে। যদিও দেশটির বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিচ্ছে।